[english_date]

বিএনপির কাউন্সিল হবে আওয়ামী লীগের মাথাব্যথার কী?

[ad id=”28167″]

বিএনপির কাউন্সিল হবে আওয়ামী লীগের মাথাব্যথার কী? কাউন্সিল সফল হলে তা আওয়ামী লীগের জন্য দুশ্চিন্তার কারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

আজ শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে ১/১১ নিয়ে জাতীয়তাবাদী প্রচার দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘১/১১-এর কুশীলব ও তাঁদের বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আ স ম হান্নান শাহ বলেন,  ‘মুখে বললেও এক-এগারোর কুশীলবদের বিচার করবে না বর্তমান সরকার। বিএনপির কাউন্সিল নিয়ে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।’ তিনি আরো বলেন, ‘যারা কুচক্রীমহল তারা সবসময় আমারে পিছনে বলবে। অনেক কথাই বলবে। বিএনপি কাউন্সিল হবে আওয়ামী লীগের মাথাব্যথার কী? তাহলে বোঝা গেল আপনাদের অন্তরে ভয় শুরু হয়ে গেছে। সুন্দর করে কাউন্সিল যদি করি, আর গণমাধ্যম যদি সঠিকভাবে প্রচার করে তাহলে জনগণ জানতে পারবে। আর আপনাদের অবস্থা প্রতিদিন খারাপ থেকে খারাপ হতে থাকবে।’
আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

১/১১’র সময়ে নিজের দল বিএনপির ভূমিকার সমালোচনা করে হান্নান শাহ বলেন, ওই সময়ে বিএনপি আনাড়ি ছিল। সেজন্য দেশের সামনে যে দুর্যোগ আসছে তা দেখতে পারেননি এবং তা মোকাবিলাও করতে পারেননি। বিএনপি বড় দল মুখে  বললেও নেতা-কর্মীরা কাপুরুষের ভূমিকায় ছিলেন।

 বিএনপির এই নেতা বলেন, মাইনাস টু মানে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে মাইনাস করা নয়, এর মূল রূপ হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করা। ১/১১’র সময়ে বিএনপির নেতারা খালেদা জিয়াকে সঠিক পরামর্শ দেননি বলেও মনে করেন তিনি।

 ওই সময়ে বিএনপির নেতারা খালেদা জিয়ার পাশে থাকতে অপারগতা প্রকাশ করেছিলেন জানিয়ে হান্নান শাহ বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্ব মেনে গণমাধ্যমে বিবৃতি পাঠানোর জন্য সব স্থায়ী কমিটির সদস্য, এমপি-মন্ত্রীদের বাসায় বাসায় গিয়েছি। কিন্তু সাতজনকে ছাড়া আর কাউকে পাইনি। আমি নিজে ১০০ জনের নাম লিখে পত্রিকায় বিবৃতি পাঠিয়েছিলাম। তারাই এখন ওই সময়ের ভূমিকার জন্য গর্ববোধ করেন। কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিতে তখন ভয় পেয়েছিলেন।’

এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। 

আজ শনিবার রাজধানীতে অল কমিউনিটি ফোরামের ‘ইউপি নির্বাচনে সরকারের নিরপেক্ষতা ও ইসি’র সক্ষমতা’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান। এ সময় মাহবুব হোসেন বলেন,  ‘উন্নয়নের নামে কিছু লোকের উন্নয়ন হচ্ছে।’ 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ