ওয়েন রুনির দুরন্ত হ্যাটট্রিকে ক্লাব ব্রুজকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে নিজেদের জায়গা পাকা করল তিনবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ পাশাপাশি দীর্ঘদিনের গোলের খরা কাটিয়ে ফের স্বমহিমায় ম্যান ইউ অধিনায়ক৷
বুধবার ব্রুজের নিজেদের ঘরের মাঠে রেড ডেভিলস ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে আনে৷ দু’লেগ মিলিয়ে ৭-১ জিতল লুইস ফান গলের টিম৷ প্রথম লেগে ম্যান ইউ নিজেদের ঘরের মাঠে ৩-১ জিতেই চ্যাম্পিয়ন্স লিগে ওঠার রাস্তা কিছুটা প্রশস্ত করে রেখেছিল৷ এদিন সেই রাস্তায় ফুল বিছিয়ে দিল রুনির তিন গোল ও অ্যান্ডার হেরেরার এক গোল৷
ম্যাচের ২০ মিনিটেই ম্যান ইউকে এগিয়ে দেন রুনি৷ মেম্ফিস ডিপের দু’জনকে কাটিয়ে রুনিকে কাট করেন বল৷ ডিপের বাড়ানো বল ধরেই ১০ গজ দূর থেকে বিপক্ষের জাল ছিঁড়ে দেন ইংল্যান্ড অধিনায়ক৷ আর এই গোলই রুনিকে ১০ ম্যাচের গোল না-পাওয়ার হতাশা থেকে মুক্ত করল৷
১-০ এগিয়ে থাকা ম্যান ইউ দ্বিতীয়ার্ধেও একই রকম আক্রমণের ঝাঁঝ বজায় রাখে৷ ম্যাচের ৪৯ মিনিটে হেরেরার বাড়ানো বল ধরে নিজের ও ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রুনি৷ এর ঠিক সাত মিনিটের মধ্যেই জুয়ান মাতার পাস থেকে হ্যাটট্রিক করে ফেলেন রুনি৷ ম্যাচের ৬৩ মিনিটে বাস্তিয়ান সোয়াইস্টেইগারের বাড়ানো পাসে ব্রুজের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হেরেরা৷ যদিও ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল জেভিয়ার হার্নান্ডেজের সামনে৷ রিয়াল থেকে ফের ম্যান ইউ-তে ফেরা হার্নান্ডেজ পেনাল্টি মিস করেন৷ যদিও ম্যাচ জিতেত কোনও অসুবিধা পোহাতে হল না গলদের৷
























