সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার বাংলাদেশে নতুন কিছু নয়।বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এক রিপোর্ট অনুযায়ী গত বছর সংখ্যালঘু সম্প্রদায়ের মোট ১৫৬২ পরিবারে ২৬২টিরও বেশি নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে।

যার মধ্যে ২৪ জন নিহত, ২৩৯ জন আহত, ২৪ জন নারী অপহৃত, ও ২৫ জন নারী ধর্ষীত যেখানে ১০ জন গনধর্ষণের স্বীকার। রিপোর্টে আরও জানা যায় ২০৯ টি সংখ্যালঘু ঘর-প্রতিষ্ঠান লুটের স্বীকার এবং ৬০ টি পরিবার ঘটনাকালে উথখাতের স্বীকার। গতকাল বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা রিপোর্টার ইউনিট এ সংখ্যালঘু ‘মানবাধিকার রিপোর্ট ২০১৫ আকারে এই তথ্য প্রকাশ করে।সংঘঠনের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, “ “ক্ষমতাসীন দলের আশ্রয়ে প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা ক্রমাগত এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে।”
পোস্টটি যতজন পড়েছেন : 176
























