[english_date]

হাফিজের পাশেই পাকিস্তান

সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানে নিষিদ্ধ সংগঠনের একটি তালিকা প্রকাশ করল ইসলামাবাদ৷ আর অনেকটা প্রত্যাশিতভাবেই সেই তালিকায় নাম নেই মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদের সংগঠন জামাত উদ দাওয়ার৷ পাকিস্তানে নিষিদ্ধ সংগঠনের তালিকায় মোট ৬০টি সংগঠনের নাম রয়েছে যার মধ্যে নাম নেই নেই হাফিজ সঈদের সংগঠনের৷মাস খানেক আগেই পাকিস্তানের পার্লামেন্টে জামাত –উদ-দাওয়ার কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠেছিল৷ সেই সময় এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছিল ইসলামাবাদ৷ কিন্তু মঙ্গলবার সদ্য প্রকাশিত নিষিদ্ধ সংগঠনের তালিকায় জামাত উদ দাওয়ার নাম না থাকা প্রমাণ করছে যে হাফিজ সঈদের মাথায় এখনও পাক সরকারেরর হাত রয়েছে৷ বিশেষজ্ঞদের একটি বড় অংশ বলছেন আইএসআই এবং পাকিস্তানের সেনার চাপের কাছে নথিস্বীকার করায় জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না পাক সরকার৷

জামাত-উদ-দাওয়া যে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ফ্রন্টিয়াল অর্গানাইজেশন তাতে সিলমোহর দিয়েছে খোদ রাষ্ট্রসংঘ৷ শুধু তাই নয় হাফিদ সঈদের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে আমেরিকা৷এরপরেও হাফিজের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে নারাজ পাকিস্তান৷ যা পাকিস্তানের সন্ত্রাসবাদ পৃষ্ঠপোশকতার ভাবমূর্তিকে আরও বেশি করে পোক্ত করল বলে মত আন্তজার্তিক সম্পর্ক বিশেষজ্ঞদের৷

 

হাফিজের সংগঠন ছাড়াও আলকায়দার ফ্রন্টিয়াল অর্গানাইজেশন হাকুনি নেটওয়ার্ককেও নিষিদ্ধ তালিকার বাইরে রাখা হয়েছে৷তা নিয়ে বির্তকে ইসালামাবাদ৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ