[english_date]

সেনবাগে আরও এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির আজিজপুর গ্রামে আবু নাছের নামের আরও এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সে ওই গ্রামের পাঁচানী বাড়ির মোঃ রফিক উল্লাহ ছেলে।আবু নাছের বেগমগঞ্জের চৌমুহনী পূর্বালী ব্যাংক গোলাবাড়িয়া শাখায় ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন।গত ১০ মে অসুস্থ হয়ে ফেনীতে ডাক্তার আইয়ুব আলীর চেম্বারে চিকিৎসা নেন তিনি। সেখান থেকে ফেনীতে করোনার পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করেন।

শনিবার (১৬ মে) রাতে ফেনীতে তার করোনার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।এরপর আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান ও থানার ওসি আবদুল বাতেন মৃধার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই বাড়িতে গিয়ে লাল পতাকা উড়িয়ে দেয় এবং বাঁশ দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়ে পুরো বাড়ি লকডাউন ঘোষণা করেন।

উল্লেখ্য যে,এর আগে গত ১০ মে সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের সফিউর রহমান (৫৬) নামের জনতা ব্যাংকের এক স্টাফ গার্ডের শরীরে করোনা শনাক্ত হয়।
সেনবাগে মোট ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আলী আক্কাস নামে একজন মারা গেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ