নওগাঁয় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত যুবকের শরীরে করোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোগীর শরীরে করোনা ভাইরাসের কোনও ধরনের উপসর্গ পাওয়া যায়নি। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন।’
উল্লেখ্য, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নওগাঁ সদর হাসপাতালে গত সোমবার (২ ফেব্রুয়ারি) এক যুবককে ভর্তি করা হয়। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার জ্বরের কারণ অনুসন্ধানে বিশেষ বিভাগে ভর্তি করেন।
























