চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ) মো. সোহেল রানা বলেন, পুলিশের বন্ধু হয়ে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে সাধারণ জনগণ এগিয়ে আসলে দেশে অপরাধমাত্রা বহুলাংশে হ্রাস পাবে। এলাকাকে মাদক, জঙ্গি ও নানা অপরাধমূলক কর্মকান্ড দমনে পুলিশের কাজে সাক্ষী হয়ে সহযোগিতা করার জন্য এলাকার জনগণের প্রতি আহ্বান জানান। আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুুলিশিং কমিটি দিবস উপলক্ষে এক মতবিনিময় খুলশী থানা কমিউনিটি পুুলিশিং কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আহ্বান জানান। সংগঠনের সভাপতি মো. ইমাম হোসেন বিলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাইদুল করিম জাহের এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৯, ১০ ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আবিদা আজাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, খুলশী থানার অফিসার্স ইনচার্জ শেখ মো. নাছির উদ্দিন, সংগঠনের উপদেষ্টা, খুলশী থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোমিনুল হক, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক, আওয়ামীলীগ নেতা আলী আশরাফ মজুমদার, আবুল কাশেম, এনজিও কর্মী নাদিরা সুলতানা হেলেন, আনোয়ারা আলম, আবদুল হান্নান হীরা প্রমুখ।
























