১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লরির ধাক্কায় নিহত ১

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় লরি ও মোটরসাইকেলের   মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আরিফ (২৫)। ধরখার এলাকায় রবিবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিব নগর গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার পুলিশের সার্জেন্ট গিয়াস উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে কুমিল্লাগামী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আরিফের দেহ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ওই যুবকের দেহ থেকে বিছিন্ন লাশের অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করেন। লরিটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ