[english_date]

রওশন এরশাদ অসুস্থ হয়ে সিএমএইচ-এ ভর্তি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ অসুস্থ। শনিবার তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) ভর্তি হয়েছেন। তিনি শ্বাসকষ্ট ও এলার্জি জনিত সমস্যায় ভুগছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত সহকারী মামুন হাসান জানান, রওশন এরশাদ আগে থেকেই পায়ের গোড়ালিতে এলার্জি জনিত সমস্যায় ভুগছিলেন। মূলত এ কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চিকিৎসকরা জানিয়েছেন, রক্তচাপ জনিত কারণে সামান্য যে শ্বাসকষ্ট ছিল সেটিও সেরেছে। চিকিৎসকরা আশা করছেন, আজ সোমবার বিরোধীদলীয় নেতা বাসায় ফিরতে পারবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ