[english_date]

যেই লাফাবে ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব: ওবায়দুল কাদের

বিএনপি-জামায়াত, হাওয়া ভবন ও দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের যেই লাফাবে ঠান্ডা করে দেয়া হবে।

সোমবার (৯ অক্টোবর) গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা অচল করতে এলে জনগণ বিএনপিকে অচল করে দেবে। বিএনপির যেই লাফাবে, মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। বাড়াবাড়ি-লাফালাফি বন্ধ করেন। বেশি লাফালাফি করলে অবস্থা খারাপ হবে।’

ভোট হবে জানিয়ে তিনি আরও বলেন,
ভোট হবে, জানুয়ারিতেই ভোট হবে। আর খেলা হবে বিএনপির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আর খেলায় ফাউল করলেই লাল কার্ড।
এ সময় জনগণের জন্য প্রধানমন্ত্রীর ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা রাতের ঘুম হারাম করে মানুষের কথা চিন্তা করেন। কারণ মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে।

বিকেল তিনটার পর ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। মিছিল স্লোগানে আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।

সমাবেশে নেতারা বলেন, কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের শিক্ষা দেয়া হবে। নৈরাজ্য রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে মিছিল বের করেন নেতাকর্মীরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ