[english_date]

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মানিকগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) এই দুই দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মাসুদ রানা জীবন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ রানা মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের কড়চাবাঁধা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ-এর সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের জন্য সকালে তিনি বাড়ি থেকে বের হন।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, মাসুদ রানা মোটরসাইকেল চালিয়ে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে নীলাচল পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নীলাচল পরিবহনের বাসটি আটক করা হয়েছে।তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হলিছড়া চা বাগান এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী মো. সাইফুর রহমান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে কুলাউড়া-ব্রাহ্মণবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার মীরশংকরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক মো.আক্তারুজ্জাম্মান জানান, সকালে কুলাউড়া থেকে মৌলভীবাজার যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় সাইফুর মারা যান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয় লোকজন এবং অন্যান্য যানবাহনের চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ