[english_date]

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো যুবলীগ নেতার

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী হাসপাতাল বাজারে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল হক মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের খোদা বক্সের ছেলে। তিনি গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদ সদস্য মো. মজিরুল ইসলামের ম্যানেজার।

নিহতের আত্মীয় যুবলীগ নেতা ও ঠিকাদার আশিকুর রহমান আকাশ জানান, রেজাউল হক গাংনী উপজেলা পরিষদ জামে মসজিদে মাগরিবের নামাজ শেষ করে মজিরুল ইসলামের কার্যালয়ে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় বেপরোয়া গতিতে আসা তিন জন বহনকারী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পরপরই তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, মোটরসাইকেল আরোহী তিন জনের মধ্যে দুজন পালিয়ে গেলেও ধর্মচাকী গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাগর হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সাগর হোসেন পড়ে গিয়ে আহত হওয়ার কারণে বর্তমানে গাংনী হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ