[english_date]

মুশফিকের ব্যাট কিনল শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন

স্পোর্টস ডেক্স : করোনায় দুর্গত ব্যক্তিদের সহায়তার উদ্দ্যেশে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘পিকাবু’ তত্বাবধানে গত ৯ মে মুশফিক তার ব্যাট নিলামে তুলেন। ১৪ মে রাত ১০টায় শেষে হয়েছে এই নিলাম। পাঁচ দিনের নিলাম শেষ, তবে এই নিলামে মুশফিকুর রহিমের অপেক্ষার শেষ ছিলনা। কারণ গত শনিবার শুরু হওয়া অনলাইন নিলামে ভুয়া বিডারদের চাপে দুয়েক বার বন্ধ হয়েছিল। পরে চালু হয় আবার শুরু বিড। অবশেষে সেই অপেক্ষা আজ শেষ হয়েছে।

শুক্রবার রাতে মুশফিক জানিয়েছেন বিজয়ীর নাম। মুশফিকের ব্যাটটি কিনেছে শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন। পাকিস্তানি অলরাউন্ডারের ফাউন্ডেশন মুশফিকের ব্যাট কিনেছে প্রায় ১৭ লাখ টাকায় (২০ হাজার ইউএস ডলার)। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে এই ব্যাট দিয়ে মুশফিক ২০০ রানের ইনিংস খেলেছিলেন, টেস্ট ক্রিকেটে যা ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি।

মুশফিক বলেন, নিলামে টাকা যত দ্রুত সম্ভব দুর্গত মানুষের সহায়তায় কাজে লাগানো হবে বলে নিশ্চিত করেন।

শাহিদ আফ্রিদি কেন কিনেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন মুশফিক রহিম, ‘খবরটি দেখে শাহিদ আফ্রিদি ব্যক্তিগত আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাকে লিঙ্ক দিই। তারপর তিনি ১৩ মে আমাকে প্রস্তাবপত্র পাঠান। তিনি ২০ হাজার ইউএস ডলারে ( ১৬ লাখ ৮০ হাজার টাকা প্রায়) কিনে নেওয়ার আগ্রাহ জানান। পরে তার ফাউন্ডেশন এ দামেই  কিনে নিয়েছেন।
এ ক্ষেত্রে আফ্রিদির সঙ্গে এই ব্যাটের নিলামে মধ্যস্থতা ও সহায়তা করার জন্য মুশফিক বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ ও প্রিয় বন্ধু তামিম ইকবালকে।

তিনি আরো বলেন “ যারা ভুয়া বিড করেছেন, আমি তাদের ধিক্কার জানাতে চাই। আপনারা শুধু আমার নামকে ছোট করেননি, বাংলাদেশের ক্রিকেটকে ছোট করেছেন, দেশকে ছোট করেছেন।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ