আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা:
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এর সাতক্ষীরা জেলা সম্পাদক মন্ডলীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ ফেব্রুয়ারী-২০২০ বিকাল ৪ টায় দলের সাতক্ষীরা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদক মন্ডলীর সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি এড. আল মাহমুদ পলাশ। সভা উপস্থাপন করেন জেলা সাধারণ সম্পাদক এড. প্রবীর মুখার্জি।
সভায় উপস্থিত থেকে আলোচনা করেন যুগ্ন-সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক আবু ইয়াছিন গাজি, মোছাক সরদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মনোরঞ্জন বন্ধোপধ্যায়, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব মোখলেছুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মাদ হাফিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেন, সহ-মহিলা সম্পাদক লাকি বালা মন্ডল, নির্বাহী সদস্য ডাঃ শহিদুল চৌধুরী, মুক্তিযোদ্ধা আকবর আলী, গোপাল চন্দ্র হালদার, ডাঃ এম আর হাবিব, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, ডাঃ আব্দুর রাজ্জাক, বিক্রম কুমার পাত্র, রমজান আলী গাজি প্রমুখ।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং যথাযোগ্য মর্যদায়
মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
























