আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা:
আজ ২৬ ফেব্রুয়ারি রোজ বুধবার ভোর ৪ টার পরে সাত পাকে বাধা পড়তে খুলনা যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটমান্স তথা ওপেনার সাতক্ষীরার গর্ব সৌম্য সরকার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য খেলোয়াড় সৌম্য সরকার এর আগে গতকাল (সোমবার) সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সৌম্যের হবু বধু প্রিয়ন্তি দেবনাথ পূজা খুলনার মেয়ে। তবে পরিবারের সঙ্গে রাজধানীর গ্রিনরোডে থাকেন তিনি। খুলনা ক্লাব হলরুমে ২৬ ফেব্রুয়ারি বুধবার মধ্যরাতে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এর একদিন পর ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে অনুষ্ঠিত হবে বৌ-ভাত।
বিয়ের জন্য দেশের মাটিতে চলতি জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছেন সৌম্য সরকার। বিধ্বংসী এই ওপেনারের সৌম্য সরকারের হবু শ্বশুর গোপাল দেবনাথ একজন ব্যবসায়ী। বাড়ি খুলনার হাজিবাগ রোডে। তিন বোনের মধ্যে সবার ছোট পূজা ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে এ বছর ‘ও’লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
























