টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ এবং টেস্ট দলের অধিনায়কত্ব এর ভার দেওয়া হয়েছে মুমিনুল হককে।
টি-টোয়েন্টিতে সাকিব, তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিনের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও আবু হায়দারকে।
টি-টোয়েন্টি দলের মতোই টেস্টও ফিরেছেন পেসার আল-আমিন হোসেন। দলে ফিরেছেন এবাদত হোসেন। ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সে টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফ হাসান এবং নিয়মিত পারফরম্যান্সের কারণেই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে মুমিনুল হককে।
টেস্ট সিরিজের দল:
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ,ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।
টি-টোয়েন্টি দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম,লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানী, আবু হায়দার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।




















