[english_date]

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘আমাদের কেবল উচ্চশিক্ষা গ্রহণ করলেই হবে না, বহুমাত্রিক প্রতিভার অধিকারী হতে হবে। তাই দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আজ বুধবার (২৬ ফেব্রুয়রি) বিকালে বেসরকারি উদ্যোগে স্থাপিত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, ‘যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে তাদের উদ্দেশ্যে শেখ হাসিনার পক্ষ থেকে একটি আহ্বান রইলো। তা হলো- উচ্চশিক্ষার পাশপাশি আমাদের প্রশিক্ষণলব্দ জ্ঞান অর্জন করতে হবে। আমরা যেন কর্মমুখী শিক্ষা গ্রহণ করি। তাই জননেত্রী শেখ হাসিনার আহ্বান থাকবে, আগামী দিনে আমরা যেন বহুমাত্রিক প্রতিভা নিয়ে সামনের দিকে এগোতে পারি। তাহলে এই দেশ নতুন আধুনিক বাংলাদেশে পরিণত হবে।’
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভিসি প্রফেসর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর সাজ্জাত হোসেন, ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, ট্রাস্টি দেলোয়ার হোসেন সহ আমন্ত্রিত অতিথিরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সামনে মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ