ধর্মনিরপেক্ষতার নামে রাজনৈতিক ফায়দা হাসিল করা, ধর্ম নিয়ে রাজনীতি করার মতই অন্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত প্রার্থনাসভায় বক্তব্য রাখেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। তবে, বিএনপি ধর্মহীনতায়ও বিশ্বাস করে না। বিএনপি মনে করে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।’
তিনি আরো বলেন, ‘যারা ধর্মনিরপেক্ষতার নামে ফায়দা লুটে, তারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের চেয়েও খারাপ। যার যার ধর্ম যদি স্বাধীনভাবে পালনের অধিকার প্রতিষ্ঠিত হয়, তবে এ দেশে কোনো ভেদাভেদ থাকবে না।’
পোস্টটি যতজন পড়েছেন : ১৭১
























