[english_date]

‘বিএনপিতে কোনো ভাঙন নেই। বিএনপি ঐক্যবদ্ধ আছে”

সমশের মবিন চৌধুরীর পদত্যাগকে আওয়ামী লীগ নেতারা বিএনপির ভাঙন শুরুর ইঙ্গিত বলে উল্লেখ করলেও তা নাকচ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপিতে কোনো ভাঙন নেই। বিএনপি ঐক্যবদ্ধ আছে। প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের নেতারা এ ধরনের কথা বলতেই পারে।’

দলের ভাইস চেয়ারম্যান সমশের মবিনের পদত্যাগের একদিন পর শুক্রবার সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে বলে যে মন্তব্য সমশের মবিন করেছেন, তা একান্তই তার ব্যক্তিগত ভাবনা।’

সমশের মবিন শারীরিক অসুস্থতাকে অবসরের কারণ হিসেবে দেখালেও বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি এখন আর জিয়াউর রহমানের পথে নেই। অবশ্য অন্য কোনো দলে যাওয়ার পরিকল্পনাও নেই বলে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। এটা উনার ব্যক্তিগত চিন্তা। এ বিষয়ে আমি কোনো কমেন্ট করব না। তবে দল জিয়ার আদর্শেই পরিচালিত হচ্ছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ