১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবানে গুলিতে আহত আরও একজনের মৃত্যু

বান্দরবান সদরের রাজ‌বিলা ইউনিয়‌নে সন্ত্রাসী‌দের গু‌লিতে আহত পাঁচ জ‌নের ম‌ধ্যে উচ থোয়াই মারমা (৬৫) মারা গেছেন। ২৯ ফেব্রুয়ারি শ‌নিবার ভোরে জামছ‌ড়ির খামারবাড়িতে মারা যান তিনি। থোয়াই মারমা জামছ‌ড়ি ইউনিয়নের সা‌বেক সদস্য ছিলেন। এ ঘটনায় আগে মারা যান দুজন।

স্থানীয়রা জানান, গত ২২ ফেব্রুয়ারি ঘটনার দিন রা‌তে থোয়াই মারমাকে গু‌লি‌বিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প‌রিবা‌রের লোকজন প‌রের দিন তা‌কে হাসপাতাল থেকে জামছ‌ড়ি‌তে নি‌য়ে আসেন। সেখা‌নে খামারবাড়ি‌তে তাকে স্থানীয় ক‌বিরাজ দেখানো হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘গু‌লি‌তে আহত সা‌বেক মেম্বারের মৃত্যুর সংবাদ শু‌নে‌ছি।’

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি শ‌নিবার সন্ধ্যা ৭টার দিকে ৮ থে‌কে ১০ জনের সন্ত্রাসী দল রাজ‌বিলার জামছ‌ড়ির মুখপাড়ার এক‌টি দোকা‌নে এসে এলোপাতাড়ি গু‌লি চালায়। এ সময় ঘটনাস্থ‌লেই মারা যান ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি বাচনু। আহত হন সাবেক ইউপি সদস্য উচ থোয়াই মারমা (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), হ্লামং চিং (৩০), ক্যা‌পোমং (৪৫) ও প্রতিবন্ধী আদাসী (২৬)। আতঙ্কে মারা যান আরেকজন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ