[english_date]

বহিষ্কার শিক্ষক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে ছাত্রীকে কুপ্রস্তাব ও আপত্তিকর ছবি পাঠানোয় বরগুনার এক কলেজ শিক্ষক বহিষ্কার হয়েছে। বহিষ্কৃত শিক্ষক আশ্রাফুল হাসান লিটন বামনার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ছিল। সে বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডে সভাপতি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কলেজ কর্তৃপক্ষ জরুরি সভায় এই ঘোষণা দেন। কলেজের অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। লিটন পার্শ্ববর্তী বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালী গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে।

এর আগে সোমবার ওই কলেজের প্রাক্তন এক ছাত্রী (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) নিজের ফেসবুকে এই শিক্ষকের বিচার দাবি করে কয়েকটি আপত্তিকর ছবিসহ একটি পোস্ট দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাটি ভাইরাল হয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। বিচারের দাবিতে সোচ্চার হন অনলাইন অ্যাক্টিভিস্টরা।

এ ঘটনায় সোমবার রাতে কয়েক দফা বৈঠক শেষে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্বান্ত হয়। পরে মঙ্গলবার ঘোষণা দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে অভিযুক্ত ওই শিক্ষকের এক প্রতিবেশি বলেন, ‘২০১৪ সালে নিজ এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে উত্যক্ত করায় গণধোলাইয়ের দেওয়া হয় লিটনকে।’

লিটনের বিরুদ্ধে কলেজের একাধিক ছাত্রীকে মোবাইলে কুরুচিপূর্ণ ক্ষুদেবার্তা পাঠানোর অভিযোগও রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ