১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বহিষ্কার ইয়াবাসহ গ্রেফতার আ. লীগ নেতা

বরিশালে ইয়াবাসহ গ্রেফতার আওয়ামী লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্সকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার ১ মার্চ দুপুরে মহানগর আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্স দলীয় শৃঙ্খলাভঙ্গ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, শুক্রবার রাতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেছনের একটি কারখানা থেকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স ও তার দুই সহযোগী সবুজ ও রিয়াজকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় তাদের তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি মহানগর আওয়ামী লীগের নেতাদের নজরে আসার পর প্রিন্সকে সাময়িক বহিষ্কার করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ