[english_date]

বরিশালে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

বরিশালে এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক আসামি মোহাম্মদ মিরাজ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব ৮।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব ৮।

র‌্যাব ৮ এর সহকারী উপপরিদর্শক মো. রেজাউল করিম বলেন, ‘গত ২১ জানুয়ারি এক কিশোরী নৃত্যশিল্পীকে রুপাতলী ধানগবেষনা রোড খান বাড়ির পাশে বাংলালিংক টাওয়ায়ের সিকিউরিটির থাকার রুমে নিয়ে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে নৃত্য সহকারী মোহাম্মদ মিরাজ হোসেন। এরপর সেই ঘটনা ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে সিকিউরিটির দায়িত্বে থাকা জসিম খানসহ অজ্ঞাতনামা আরও একজন ওই কিশোরীকে ধর্ষণ করে।’

‘পরে ভিকটিমের মা নগরীর কোতোয়ালি মডেল থানায় দুইজনকে নামীয় ও একজনকে অজ্ঞাতনামা আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের মামলা করে। এ ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করে তথ্য প্রযুক্তি সহায়তায় পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী এলাকা থেকে পলাতক আসামি মো. জসিম খানকে গ্রেফতার করে।’

মো. রেজাউল করিম বলেন, গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ