ক্রিশ্চিয়ানো রোনালদো ফের আলো ছড়ালেন। রিয়াল মাদ্রিদও তার আলোয় আলোকিত । রোনালদোর হ্যাটট্রিকের সুবাধে শনিবার স্প্যানিশ লা লিগার খেলায় সেল্টা ভিগোর বিপক্ষে ৭-১ গোলের ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে রিয়াল।
এই জয়ে ব্যবধান কমালো রিয়াল পয়েন্ট টেবিলে । শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে জিনেদিন জিদানের দল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের ব্যবধান ১। ৬০ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান অধিকারী রিয়াল। অ্যাটলেটিকোর ঝুলিতে জমা আছে ৬১। বার্সার সঞ্চয় ৬৯।
পোস্টটি যতজন পড়েছেন : 217
























