৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ভাসমান হকার

নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় নিজ বাসা থেকে মনির হোসেন (২৭) নামে এক ভাসমান হকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মনির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ।বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ। চান্দগাঁও থানার এস আই মিজানুর রহমান জানান, মনির মানসিক ভারসাম্যহীন ছিলেন। নগরীর এক মনরোগ বিশেষজ্ঞের তত্তাবধানে মনির চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত ১১টার পর কোন এক সময়ে নিজ বাসায় সিলিংয়ের সঙ্গে ফাঁস লগিয়ে মনির আত্মহত্যা করে। তার বাবার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ভোরে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এস আই মিজানুর রহমান জানান ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ