[english_date]

‘প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্যে ন্যায় বিচার ব্যাহত হবে’

প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্যে ন্যায় বিচার ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারাধীন মামলা নিয়ে সরকারের দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। রোববার বেলা ১১টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

মাহবুবে আলম আরো বলেছেন, প্রধান বিচারপতি বিচার বিভাগের অভিভাবক। তাকে নিয়ে মন্তব্য করা সমস্ত বিচার বিভাগকে হেয় করার শামিল। এতে ন্যায় বিচার ব্যাহত হবে।

এসময় অ্যাটর্নি জেনারেল মীর কাসেম আলীর আপিল শুনানি নিয়ে বলেন, মীর কাসেম আলীর আপিলের আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ অংশ নিয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হয়েছে। উভয়পক্ষে শুনানির পর আপিলের আয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। এরপর পুনঃশুনানির কোনো সুযোগ নেই।

শনিবার এক আলোচনা অনুষ্ঠানে সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের এক মন্তব্যের প্রতিবাদে এসব কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল। উল্লেখ্য, কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, প্রধান বিচারপতির সরে যাওয়া উচিৎ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ