[english_date]

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরানো হলো সৈয়দ আশরাফকে

সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। এখন ওই দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রাতে সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে অদ্য ০৩ মে ২০১৬ খ্রিঃ তারিখ থেকে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।’

মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রতিরক্ষা কর্মবিভাগ-সংক্রান্ত দুটি বিল পাসের প্রস্তাব করার কথা ছিল সৈয়দ আশরাফের। ছাপানো কার্যসূচিতেও তা লেখা ছিলো। তবে তার পরিবর্তে আইনমন্ত্রী আনিসুল হক বিল দুটি পাসের প্রস্তাব করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনা।

তবে কী কারণে সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আকস্মিক এই পরিবর্তন পরিষ্কার নয়।
তবে সাম্প্রতিক সময়ে সংসদে কয়েকটি বিল উত্থাপনের সময় সৈয়দ আশরাফ বারবার ভুল করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ জন্য স্পিকার তাকে ‘আবারো বলুন, এভাবে বলুন’ ইত্যাদি নির্দেশনা দিয়ে অবশেষে বিলটি উত্থাপন করাতেন। বিষয়টি প্রধানমন্ত্রীসহ সকলের নজরে আসে। এই কারণে তাকে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সৈয়দ আশরাফকে গত বছর আকস্মিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়। তবে এক সপ্তাহের মধ্যে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ