[english_date]

পুলিশ সুপারের মামলা নিজ গাড়ি চালকের বিরুদ্ধে

বেপরোয়াভাবে চালানোর অপরাধে নিজ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার এলাকায় এই মামলা দেওয়ার ঘটনা ঘটে। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ট্রাফিক পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান।

তিনি জানান, মহানগরীর গাঙ্গিনারপাড় থেকে কাচিঝুলি যাওয়ার পথে নতুন বাজার মোড়ের আগে পুলিশ সুপারের চালক আব্দুল কুদ্দুস বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ডিভাইডার ডিঙিয়ে উল্টো পথে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি পুলিশ সুপার আহমার উজ্জামানের নজরে আসে। পরে তিনি গাড়ি থামিয়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট সালমান খান রাজনকে ডেকে চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৭ ধারায় মামলা নেওয়ার নির্দেশ দেন। পরে সার্জেন্ট সালমান আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পুলিশ সুপার আহমার উজ জামান বাংলা ট্রিবিউনকে জানান, আইন অমান্যকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ