পার্ক দে প্রিন্সেস নয়, পিএসজির নতুন ট্রেইনিং গ্রাউন্ড তৈরি করা হচ্ছে প্যারিসের পশ্চিম শহর পইসিতে। নতুন এই স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন মেসি-নেইমাররা। সঙ্গে ছিলেন ক্লাব কর্মকর্তারাও। ৩০০ মিলিয়ন ইউরো ব্যয়ে অত্যাধুনিক সুযোগ-সুবিধায় সাজিয়ে তোলা হচ্ছে মেসিদের নতুন স্টেডিয়ামটিকে। ২০২৪ মৌসুমের মধ্যেই এটি খেলার উপযুক্ত হবে বলে জানিয়ছে কর্তৃপক্ষ।
প্যারিসের পশ্চিম শহর পইসিতে পিএসজির নতুন ট্রেইনিং ক্যাম্প নির্মাণ করা হচ্ছে। চোখধাঁধানো সব ব্যবস্থা করা হচ্ছে প্যারিসিয়ানদের নতুন ক্যাম্পে। ৩০০ মিলিয়ন ইউরো খরচ করে তৈরি করা হচ্ছে পিএসজির নতুন গ্রাউন্ড। ফ্রান্সের খ্যাতিমান স্থপতি জিন মিকেল উইলমোট্টের নকশায় তৈরি হচ্ছে ক্লাবের নতুন স্টেডিয়াম। যার সূক্ষ্ম নকশায় তৈরি করা হয়েছিল পার্ক দে প্রিন্সেসও।
নতুন এই প্রজেক্টে থাকছে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। শুধু ট্রেনিং ক্যাম্পই নয়, পইসিতে তৈরি করা হচ্ছে পিএসজি ক্যাম্পাসও। ভবিষ্যৎ ফুটবলার তৈরিতে যেখানে একাডেমিও থাকবে। কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট পিএসজির দায়িত্ব গ্রহণের পর নতুন এই প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যার সম্পূর্ণ কাজ শেষ হবে ২০২৪ মৌসুমে।
কিছুদিন আগে পার্ক দে প্রিন্সেস কেনার এক প্রস্তাব প্যারিস সিটি করপোরেশনকে পাঠিয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ। প্যারিস সিটি করপোরেশন কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছিলেন পার্ক দে প্রিন্সেস বিক্রির জন্য নয়। এমন কথার পর মেসিরা খুঁজতে শুরু করেছেন নতুন ডেরা।
























