[english_date]

পাকা পেঁপের ভিতরে মানুষের হাত!

আকাশ ইকবাল, মীরসরাই প্রতিনিধি :

পেঁপের ভিতরে মানুষের হাতআশ্চর্য হলেও সত্যি চট্রগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে পেঁপের ভিতরে কব্জিসহ হাতের পাঁচ আঙ্গুল দেখা গেছে। মীরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড় গ্রামের মকবুল মেম্বার বাড়িতে এ আশ্চর্য ঘটনা ঘটে।

বাড়ির কর্তা মো: মোস্তফা ভূঁঞা আর্থনিউজ২৪-কে জানান, মেয়ের শ্বশুর বাড়ী করেরহাটের পশ্চিমজোয়ার গ্রাম থেকে পাকা পেঁপে নিয়ে আসে। পাকা পেঁপে কাঁটতে গিয়ে হলুদের মাঝে সাদা কব্জিসহ পাঁচ আঙ্গুলের স্পষ্ট ছাপের এই অলৌকিক দৃশ্য দেখা যায়। এ দৃশ্য দেখার জন্য শত শত নরনারী ভিড় জমায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ