মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের হিজলী গ্রামে শনিবার বিকেলে বাড়ীর সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক প্রবাসীর পুত্র আব্দুল্লাহ নূর( ২)এর মৃত্যু হয়েছে।
হিজলী গ্রামের ছমদ ড্রাইভার বাড়ীতে এ করুণ ঘটনাটি ঘটে।নিহত শিশুটি ওই বাড়ীর প্রবাসী আবদুস সাত্তারের পুত্র।
জানা যায়,ঘটনার দিন দুপুরে আব্দুল্লাহর মা আরজুআরা বেগম বাড়ীর সামনের পুকৃরে গোসল করতে যায়।এ সময় সে বাড়ীতে খেলতে ছিলো।তার মা গোসল সেরে বাড়ীতে প্রয়োজনীয় কাজ সেরে ছেলের কথা মনে হলে দেখে খেলার স্থানে আব্দুল্লাহ নূর নেই। চার পাশে খুঁজে কোথাও তাকে না পেয়ে এক পর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখে শিশু আব্দুল্লাহর মৃত দেহ ভাসছে।
বাড়ীর লোকজন উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির করুণ মৃত্যুতে তার বাড়ী সহ আশপাশে শোকের ছায়া নেমে আসে।সন্ধ্যায় নিহত শিশুটির দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়।
























