১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার ১ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফরিদপুর জেলার ভাঙ্গার হাইওয়ে থানার ওসি আতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় প্রাইভেটকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিমপুর দেওয়ানবাড়ীর মো. ফরিদ মিয়া(৩৫), নারায়ণগঞ্জ ফতুল্লার উত্তর কাশিপুরের মোহাম্মদ শাহিন আলম (৪২), চাঁদপুরের আলম খোকন (৩৪), মাসুদ (৩৫) ও পিরোজপুরের ভান্ডাড়িয়ার আব্দুল মান্নান।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে তিন জন নিহত ও দুই জন আহত হন।

ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতিউর রহমান জানান, খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত দুই জনকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ