রাজধানীর দক্ষিণখানে এনামুল হক সাগর (৩০) নামে এক লোককে ‘মারা যাওয়ার’ ১৫ দিন পর স্ত্রীসহ গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজশাহীর পুটিয়া থেকে সাগর ও তার স্ত্রী জৈবনকে (২৭) গ্রেফতার করা হয়। পুলিশ এ দম্পতিকে বুধবার সাতদিনের রিমান্ড চাওয়া হলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাব্বি (২৫) নামে এক যুবককে হত্যার পর তার মুখমণ্ডল নষ্ট করে পালিয়ে যান সাগর ও তার স্ত্রী। পরে রাব্বিকে সাগর মনে করে ২২ সেপ্টেম্বর দাফন করা হয়।
দক্ষিণখান থানার ওসি শামীম অর রশীদ তালুকদার জানান, সাগর ও তার স্ত্রী জয়া মোল্লারটেক এলাকায় অ্যাডভোকেট জহির জামানের বাসায় দুই মাস ভাড়া ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরে রাব্বি বিচার-সালিশ করে দু’জনের মধ্যে সমঝোতা করে দেন। রাব্বি সমঝোতা করে দেয়ায় ৫ হাজার টাকা দাবি করে। এই টাকা দেয়ার জন্য সাগর ও জয়াকে প্রায় চাপ দিত রাব্বি। পরে ১৯ সেপ্টেম্বর রাতে রাব্বিকে টাকার জন্য বাসায় যেতে বলেন সাগর। রাব্বি রাত ১১টার দিকে ওই বাসায় যাওয়ার পর টাকা চাইলে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে স্বামী-স্ত্রী।
হত্যার পর রাব্বির মুখমণ্ডল মেডিসিন দিয়ে বিকৃত করে এবং সাগরের জামা-কাপড় রাব্বিকে পরিয়ে পরের দিন ভোরে দরজা বন্ধ করে পালিয়ে যায় স্বামী-স্ত্রী। ২২ সেপ্টেম্বর লাশের দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।
ওসি আরো জানান, লাশের মুখমণ্ডল বিকৃত হওয়ায় ও সাগরের জামা-কাপড় পরা থাকায় প্রথমে বাড়িওয়ালা ও অন্য ভাড়াটিয়ারা মনে করেছিলেন, সাগরকে হত্যা করে তার স্ত্রী পালিয়ে গেছেন। সাগরের কোনো ঠিকানা বা স্বজনদের পরিচয় না থাকায় লাশ ২২ সেপ্টেম্বর বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম দাফন করে।
এ ঘটনায় দক্ষিণখান থানায় জয়ার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। গত এক সপ্তাহ আগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জয়া রাজশাহী সদর থানা এলাকায় স্বামীকে নিয়ে বসবাস করছেন। গত সোমবার ওই এলাকায় অভিযান চালানোর পর তারা কৌশলে পুটিয়া এলাকায় পালিয়ে যান। পরে, মঙ্গলবার রাতে পুটিয়া এলাকা থেকে সাগর ও জয়াকে গ্রেফতার করা হয়।
দক্ষিণখান থানার ওসি শামিম অর রশিদ তালুকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাব্বীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরো কেউ জড়িত কি না তা জানার চেষ্টা চলছে।























