নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।
রবিবার রাতে উপজেলার জালাকান্দি, ছোট বিনাইরচর, নয়নাবাদ, দক্ষিণ পাড়া ও বড় ফাউসা গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩২ জনকে আড়াইহাজার হাসপাতাল এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, তিনটি সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে।
				 পোস্টটি যতজন পড়েছেন : 191
			
				 
								 
								 
															 
								
 
								



 
								 
								 
								



















 
															 
								