নৌ-পরিবহনমন্ত্রী ও নদী বিষয়ক টাস্ক ফোর্সের সভাপতি মো. শাহজাহান খান এমপি বলেছেন, ‘নদী বাঁচলে দেশ বাঁচবে। সরকার নদী রক্ষায় কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নদী রক্ষায় পদক্ষেপ গ্রহণ করেছেন। বড়ালসহ দেশের সব নদী মুক্ত করে ড্রেজিং করা হবে। বড়াল নদীর উপর নির্মিত ক্রসবাঁধ অপসারণ করে নদীটিকে প্রবাহ করতে পদক্ষেপ নেয়া হবে।’ বৃহস্পতিবার সকালে পাবনার চাটমোহর উপজেলার বড়াল নদীর বর্তমান অবস্থা, নদীতে দেয়া ক্রসবাঁধ ও স্লুইস গেট পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার সকালে তিনি উপজেলার দহপাড়া স্লুইস গেট, চাটমোহর নতুন বাজার, বোঁথর ও রামনগরে বড়াল নদীর উপর নির্মিত ক্রসবাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর অবস্থা দেখেন। পরে তিনি চাটমোহর ডাকবাংলোতে বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। মন্ত্রী বিকালে বাগাতিপাড়ার আটঘরি স্লুইস গেট পরিদর্শন করেন। শুক্রবার শাহজাহান খান রাজশাহীর চারঘাট স্লুইস গেট পরিদর্শন করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি নাটোর ও রাজশাহীতে তিনি মত বিনিময় করবেন।
মন্ত্রীর সঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বীর প্রতীক, জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান আকতারুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক, পাউবোর প্রধান প্রকৌশলী, এলজিইডির প্রকৌশলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রীর সঙ্গে মত বিনিময়কালে চাটমোহর উপজেলা চেয়ারম্যান (চলতি দায়িত্ব) নুরুল করিম খান আরজ, ইউএনও বেগম শেহেলী লায়লা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক অ্যাডভোকেট গৌর চন্দ্র সরকার, আওয়ামী লীগ নেতা খন্দকার বজুল করিম খাকছার, মো. শামসুজ্জোহা, ডা. অঞ্জন ভট্টাচার্য, যুবলীগ সভাপতি সাজেদুর রহমান মাষ্টারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : 168























