ছেলেকে ফিরে পেয়ে মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রশংসা করলেন আরজিকরের নিখোঁজ ছাত্রের বাবা। একই সঙ্গে মমতাকে তুলনা করলেন দুর্গামাতার সঙ্গে।
আজ বুধবারই লালবাজারের কর্তারা জম্মু থেকে ফিরিয়ে আনেন অভিজিৎ সিংকে। লালবাজারে প্রাথমিক কাজকর্ম সেরেই তাঁর বাবা-মায়ের হাতে অভিজিৎকে তুলে দেন পুলিশকর্তারা। ছেলেকে ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর বাবা-মা।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে জান আরজিকরের ছাত্র অভিজিৎ সিং। সেইদিন রাতেই টালা থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। কিন্তু তদন্তে গাফিলতির অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতার দ্বারস্থ হন তারা। কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশেই সিট গঠন করে লালবাজার। তদন্ত গতি বাড়ান গোয়েন্দা আধিকারিকরা। এরপর অভিজিতের খোঁজ পাওয়া যায় জম্মুতে। সিটের সদস্যরা সেখান থেকে আজই কলকাতায় অভিজিৎকে ফিরিয়ে আনেন।
পোস্টটি যতজন পড়েছেন : 307























