[english_date]

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : দুই স্টেশন মাস্টার বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

লালমনিরহাট বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টারসহ দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য লালমনিরহাট বিভাগীয় ট্রাফিক সার্জন মোস্তাফিজুর রহমানকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী ১২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সাময়িক বরখাস্তরা হলেন, লালমনিরহাট রেলওয়ের কাকিনা স্টেশন মাস্টার আছির উদ্দিন ও পয়েন্টম্যান নজির হোসেন। তাদের দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে খবর পেয়ে সকাল ১১টায় রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, এমন দুর্ঘটনা স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের অবহেলার কারণেই ঘটতে পারে। তাই এদের দুজনকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন এলেই ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ও লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে লালমনিরহাটগামী ২৪০৪ নম্বর লোকাল টেন ও বুড়িমারীগামী ৬৫ নম্বর কমিউটার ট্রেন কাকিনা স্টেশনে ক্রসিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওই স্টেশনে ভাঙচুর করে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট সদর ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ