[english_date]

দুই ছেলে ও স্বামীর পর এবার না ফেরার দেশে সুমাইয়া

দুই ছেলে ও স্বামীর মৃত্যুর পর এবার না ফেরার দেশে সুমাইয়া বেগম। রাজধানী উত্তরার গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধ সুমাইয়া বেগম রবিবার দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
সুমাইয়ার দেবর মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভাবী মারা গেছেন।’

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসার ৭ তলায় রান্নাঘরের গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তারা হলেন- মো. শাহনেওয়াজ (৫০), স্ত্রী সুমাইয়া বেগম (৪০), ছেলে শালিল (১৫), জারিফ (১১) ও জারান (১৪ মাস)।

অগ্নিকাণ্ডের দিন বিকেলে শালিল ও রাতে জারান মারা যায়। শালিলের ৮৮ শতাংশ, জারানের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। এর একদিন পরে মারা যান আমেরিকান দূতাবাসের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শিশুদের বাবা মো. শাহনেওয়াজ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ