[english_date]

দিনাজপুর পার্বতীপুরে অটোবাইক ও ভ্যান শ্রমিকদের জাতীয় পার্টির উপহার

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে করোনায় কর্মহীন অসহায়, হতদরিদ্র, এতিম, অটোবাইক ও ভ্যান শ্রমিক শতাধিক পরিবারের মাঝে নিজ উদ্যোগে উপহার সামগ্রী হিসেবে খাদ্যের প্যাকেট বিতরণ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সভাপতি কাজী আব্দুল গফুর। রোবার সকাল ১০টায় পুরাতন বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যের প্যাকেট সরবরাহ করেন তিনি। এসময় প্রতি প্যাকেটে চাল, আলুসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে।

এসময় রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ওহাজুল হক, রেল জাতীয় শ্রমিক পার্টি সভাপতি আব্দুর রাজ্জাক, রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির কেলোকা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী, কাজী মোস্তাফিজুর রহমান ফিজার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ হান্নান ও ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ দলের ১০ ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙার জন্য দোআ মাহফিলের আয়োজন করা হয়। এসময় দেশে বিরাজমান অবস্থায় করেনা আক্রান্তদের সুস্থ্যতা ও মৃত্যুবরণ কারীদের রুহের মাগফিরত ও দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতা কাজী আব্দুল গফুর বলেন, অসহায়দের সাহায্যে এগিয়ে আশা মূখ্য সময় এখন। তাই সকল বিত্তবানকে এসময় অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ