[english_date]

তারা যাতে স্বদেশে ফিরে যেতে পারে:ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন চায় ভারত সরকার। তারা যাতে স্বদেশে ফিরে যেতে পারে সেজন্য সব ধরণের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা।’

বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প এক্স-৪ এ রোহিঙ্গাদের মধ্যে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নেও সহযোগিতা করা হচ্ছে। যেহেতু এটি মুজিববর্ষ তাই বাংলাদেশের পাশে থাকবো।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সংকটের পর থেকে বাংলাদেশের পাশে আছে ভারত সরকার। তারই অংশ হিসেবে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য বেশ কিছু বাড়ি তৈরি করা হয়েছে। যাতে বাংলাদেশ থেকে প্রত্যাবাসিত হয়ে ফেরা রোহিঙ্গারা সেখানে থাকতে পারেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করারও কাজ হচ্ছে।’

এর আগে সেলাই মেশিন বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার।

অনুষ্ঠানে রোহিঙ্গা নারীদের সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখান থেকে এক হাজার জনকে এ মেশিন বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ