নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে গোলশূন্য ড্র ৷ তবুও হতাশ নন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ লুই ভ্যান গল ৷ বরং দলের ছেলেদের পারফরম্যান্সে তিনি খুশি ৷
ম্যাচ শেষে ভ্যান গল বলেছেন, ‘ আমি দলের পারফরম্যান্সে খুশি ৷ তবে ফলে অবশ্য খুশি নই ৷ ম্যাচে আমরা অনেক সুযোগ তৈরি করেছি৷ ওরা মাত্র দুটো সুযোগ তৈরি করতে পেরেছে৷ তাই ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি৷’ ভ্যান পার্সি , ফালকাও চলে যাওয়ার পরে দলের এক নম্বর স্ট্রাইকার এখন ওয়েন রুনি ৷ কিন্তু তিনি কোনও ম্যাচেই তেমন সুবিধা করতে পারছেন না৷ গোলও পাচ্ছেন না ইংল্যান্ডের স্ট্রাইকারটি৷ তবুও রুনির পাশেই দাড়াচ্ছেন ভ্যান গল ৷ তিনি মনে করছেন দ্রুত গোলে ফিরবেন এই তারকা ফুটবলারটি৷
পোস্টটি যতজন পড়েছেন : 307
























