[english_date]

ডিএসসিসির দায়িত্ব গ্রহণ করলেন তাপস

শনিবার (১৬ মে) দুপুর ১টার পর ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়কারী সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। দায়িত্ব গ্রহণের বিষয়ে বিকেল তিনটায় অনলাইনে ব্রিফিং করবেন নবনির্বাচিত মেয়র তাপস। তথ্যটি জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এই সিটিতে মেয়র প্রার্থী ছিলেন মোট সাতজন। তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছিলেন ২৬ হাজার ৫২৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন লাঙ্গল প্রতীকে পেয়েছিলেন ৫ হাজার ৫৯৩ ভোট। গণফ্রন্টের প্রার্থী আবদুস সামাদ সুজন মাছ প্রতীকে পেয়েছিলেন ১২ হাজার ৬৮৭ ভোট। বাংলাদেশ কংগ্রেসের মো. আক্তারুজ্জামান ওর‌ফে আয়াতুল্লাহ ডাব প্রতীকে পেয়েছিলেন ২ হাজার ৪২১টি ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. বাহারা‌নে সুলতান বাহার আম প্রতীকে পেয়েছিলেন ৩ হাজার ১৫৫ ভোট।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ