ধামইরহাট উপজেলার নওগাঁ-জয়পুরহাট সড়কে ফার্সিপাড়া এলাকায় ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তাঁর নাম স্বাধীন (১১) । এ দুর্ঘটনা ঘটে শনিবার সকাল পৌনে ১০টার দিকে । নিহত স্বাধীন ফার্সিপাড়া এলাকার টুকু প্রামাণিকের ছেলে এবং ৬ষ্ঠ শ্রেণির ফার্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, সকালে স্বাধীন স্কুলে যাওয়ার সময় ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে দুটি ট্রাকে আগুন জ্বালিয়ে দেয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মৃতদেহ উদ্ধার ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : 124
























