[english_date]

জঙ্গি নিধনে এবার ‘সুইসাইড স্কোয়াড’

জঙ্গি নিধনে এবার ‘সুইসাইড স্কোয়াড’ তৈরির কথা ভাবছে স্কটল্যান্ড ইয়ার্ড। আইএস জঙ্গিদের হামলা রুখতে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্কটল্যান্ড ইয়ার্ড জঙ্গিদেরই নিজেদের দলে নিয়োগ করছে। যোগ্য জঙ্গি খুঁজে নিতে ব্রিটেন জুড়ে সমস্ত জেল খানায় জোর তল্লাশি শুরু হয়েছে।

স্কটল্যান্ড ইয়ার্ড সূত্রে খবর, নিয়োগের সময় দেখা হচ্ছে, কারা কারা সবথেকে বেশি ক্ষতিকর অপরাধ করেছে, কারা সরকারের সঙ্গে একমত হয়ে কাজ করার জন্য মানসিক অবস্থায় রয়েছে, কারা নিজেদের জঙ্গি জীবন সম্পর্কে ঘৃণা প্রকাশ করেছে। সবথেকে বেশি দলে নেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড প্রাপ্তদের। স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার রিচার্ড ওয়ালট্রন জানিয়েছেন, “জঙ্গি রুখতে আমাদের বাজি হবে প্রাক্তন জঙ্গিরা। তারাই আমাদের মূল অস্ত্র হতে চলেছে।” তবে এ ব্যাপারে ব্রিটিশ সরকারের মত রয়েছে কি না তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, কিছুদিন আগেই ফরাসি গোয়েন্দা সূত্রের ব্রিটিশ সরকারকে সতর্ক করে বলা হয়েছে, ইউরোপে প্রায় ৭০ হাজার আইএস জঙ্গি ঢুকেছে। কয়েকদিনের মধ্যেই তারা হামলা করতে পারে। একই সঙ্গে ব্রিটেনই যে আইএসের প্রথম নিশানা তাও জানিয়েছে গোয়েন্দা সূত্র।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ