শনিবার দুপুরে চুয়াডাঙ্গার ফেরিঘাট রোড এলাকায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যার নাম ভুলু (২৪) বলে জানা যায়। একই সঙ্গে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে আকাশ (২০) নামে আরেক ছাত্রলীগ কর্মীকে। নিহত ভুলু শহরের জ্বিনতলা পাড়ার খবির উদ্দিনের ছেলে ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আহতাবস্থায় আকাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 139
























