চীনের পরিবেশ রক্ষামন্ত্রী ছেন চি নিং জানিয়েছেন,চীনে দূষণ প্রতিরোধ কার্যক্রম বর্তমানে দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং অদূর ভবিষ্যতে তা তৃতীয় পর্যায়ে পা রাখবে বলে গতকাল বেইজিংয়ে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা জানান।
তিনি আরও জানান, দূষণ প্রতিরোধ কার্যক্রমের প্রথম পর্যায়ে দূষণের প্রকৃত কারণ ও তা প্রতিরোধের কার্যকর উপায় সম্পর্কে স্বচ্ছ ধারণা না-থাকায় সংশ্লিষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো তেমন কাজে আসেনি। দ্বিতীয় পর্যায়ে প্রতিরোধ কার্যক্রম চলছে তুলনামূলকভাবে স্বচ্ছ ধারণার ওপর ভিত্তি করে। আর তৃতীয় পর্যায়ে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
পোস্টটি যতজন পড়েছেন : 138
























