[english_date]

চীনে মুসলমানদের রোজা রাখতে নিষেধাজ্ঞা

চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং অঞ্চলে মুসলমানদের রোজা রাখা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি চাকুরিজীবী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষকরা রোজা রাখতে পারবেন না। সেইসঙ্গে মুসলিম মালিকানার সব রেস্টুরেন্ট খোলা রাখতে হবে।

চীনের সরকারি ওয়েবসাইটগুলোতে আজ (বৃহস্পতিবার) রমজানের প্রথম দিনে এ ঘোষণা প্রকাশিত হয়েছে।

শিনজিয়াং অঞ্চলে মূলত চীনের মুসলিম উইঘুর সম্প্রদায়ের বাস। গত কয়েক বছর ধরে এ অঞ্চলে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে চীনের কমিউনিস্ট সরকার।

শিনজিয়াংয়ের  জিংহি কাউন্টির সরকারি খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, ‘পুরো রমজান মাসে হোটেল, রেস্টুরেন্টসহ খাদ্য পরিবেশনকারী স্থানগুলোর স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে।’

শিনজিয়াংয়ের বোলে কাউন্টির কর্মকর্তারা ঘোষণা করেছেন, ‘রমজানে কেউ রোজা রাখবে না বা রাত্রি জাগরণসহ অন্য কোনো ধর্মীয় কাজকর্ম করবে না।’

উইঘুরের মানবাধিকার সংগঠনগুলো বলছে, শিনজিয়াং অঞ্চলে মুসলমানদের উপর চীন সরকারের এ বিধিনিষেধ আরোপের ফলে জাতিগত উত্তেজনা বাড়বে। গত কয়েক বছরে এ অঞ্চলে জাতিগত দাঙ্গায় শত শত মানুষ নিহত হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ