[english_date]

চলতি বছর হজ্বে যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু ২০ মার্চ

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, চলতি বছরে হজ্বে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক-নিবন্ধন শুরু হবে ২০ মার্চ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ মেলার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, হজযাত্রীদের সকল প্রকার হয়রানি থেকে মুক্ত রাখার লক্ষ্যেই প্রথমবারের মত প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু হতে যাচ্ছে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী হজে যেতে পারবে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দশ হাজার এবং অবশিষ্ট ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবে।

প্রথমবারের মতো হজযাত্রীদের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) মাধ্যমে টাকা জমা দিয়ে কুরবানীর কাজ সম্পাদন করতে হবে বলে নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ