[english_date]

চট্টগ্রামে দুই পরিবহন শ্রমিক খুন, বাস চলাচল বন্ধ

চট্টগ্রাম নগরের আমানবাজারে অটোরিকশা চালকের ছুরিকাঘাতে দুই পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বন্ধ রয়েছে হাটহাজারী-চট্টগ্রাম রুটে বাস চলাচল।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মানিক ও বুলু বড়ুয়া। এরমধ্যে বুলু বড়ুয়া পেশায় ট্রাকচালক ও মানিক বাস চালকের সহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। আপাতত হাটহাজারী-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

হাটহাজারী থানার এসআই আলী আকবর বলেন, এক অটোরিকশাচালক দুই পরিবহন শ্রমিককে ছুরিকাঘাত করেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আটোরিকশা চালককে আটক করা হয়েছে। কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ