বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেকেই মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এই আসক্তি থেকে বেরিয়ে এসে স্বপ্নের প্রতি মনোযোগী হতে হবে।
মোহাম্মদ ইউছুপ, চট্টগ্রাম:
’আমরা করবো জয়’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো এইচএসসি ও আলীম পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।
সরকার অনুমোদিত কল্যাণধর্মী সংগঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অভিজাত প্রিন্স অব চিটাগাং কমিউনিটি কমপ্লেক্সে জিপিএ–৫ প্রাপ্তদের এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বশর আবু।
তিনি তাঁর বক্তব্যে বলেন,
“বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেকেই মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এই আসক্তি থেকে বেরিয়ে এসে লক্ষ্য ও স্বপ্নের প্রতি মনোযোগী হতে হবে। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দিবে। আগামী দিনের প্রেসিডেন্ট, প্রশাসক, বিজ্ঞানী ও বড় মানুষ হবে।”
অনুষ্ঠানের প্রধান আলোচক বনফুল এন্ড কোম্পানীর জেনারেল ম্যানেজার আমানুল আলম বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“জ্ঞানই একমাত্র শক্তি যা মানুষকে আলোকিত করে। কৃতি শিক্ষার্থীরা আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল বলেন, আজকের সংবর্ধিতরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই তাদেরকে মানবতা, রাষ্ট্র, সমাজ ও পরিবারের প্রতি দায়িত্ববোধ শিখতে হবে। নাহলে বলিষ্ঠ প্রজন্ম গড়ে উঠবেনা।
সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোঃ মাহফুজুর রহমান।
বক্তব্যে তিনি বলেন,
“শিক্ষার্থীরা দেশ গঠনের মূল শক্তি। তাদেরকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব কাজী এম এম ইউসুফ আলী চৌধুরী, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মক্কা শাখা সভাপতি মোঃ হারুনুর রশিদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাইকোলজিক্যাল কাউন্সিলর মনোবিজ্ঞানী ড. মোঃ মোজাহেরুল আলম।
অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সভাপতি এইচ এম ওসমান গণির সভাপতিত্বে এবং বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দির উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মঞ্জুর আহমেদ, সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি।
ফারহানা আফরোজ খানম, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। মোঃ সেলিম উল্লাহ, সাংবাদিক আবদুল হান্নান হীরা, বিশেষ প্রতিনিধি দৈনিক স্বদেশ বিচিত্রা। সাংবাদিক জসিম উদ্দীন, সভাপতি, মিরসরাইয় ।
এস. এম. মইনুদ্দিন ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার। মাওলানা মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি, মহানগর কমিটি। সমাজ সেবক হাজী মাইনুদ্দিন। ডা. সৈয়দ ইমরান এবং আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজ।
পরে এইচএসসি ও আলীমের কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে সুবিধাবঞ্চিত মানুষ, আলেম, শিক্ষক, শিশু শিক্ষার্থীসহ আমন্ত্রিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে নৈশভোজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো শাপলা টেলিভিশন লিমিটেড।























